Get Organized:


                   The full development of the individual entity takes place through association. Follow the rules laid down in the Association with sincerity. If you think that any of the rules of the association seem inconsistent, try to change them by talking to other members of the association. But don't leave the union. If you can't change that rule, that is, if a large number of members think that rule is appropriate, then be patient for a while. If the rule is really inconsistent then the number of your supporters may increase. But if that doesn't happen, and if you don't feel comfortable, then leave. But as long as you are in the association or after leaving the association, do not do anything harmful to the association because no one knows what the ultimate truth is. It is better not to be arrogant.

.......................................................................................................................................................



সংঘবদ্ধ হও :
                    সংঘের মধ্য দিয়ে ব্যক্তি  সত্তার  সম্যক বিকাশ ঘটে। সংঘে নির্ধারিত বিধি আন্তরিকতার সঙ্গে মেনে চলো।  সংঘে প্রচলিত কোনো নিয়ম যদি তোমার বিবেচনায় অসঙ্গত বলে মনে হয় তাহলে সংঘের অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে সেই নিয়ম পরিবর্তনের চেষ্টা করো।  কিন্তু সংঘ ত্যাগ করো না। যদি তুমি সেই নিয়ম পরিবর্তন করতে না পারো অর্থাৎ অধিক সংখ্যক সদস্য যদি সেই নিয়ম সঙ্গত  বলে মনে করে তাহলে কিছুদিন ধৈর্য ধরো।  যদি নিয়ম টি প্রকৃত অসঙ্গত হয় তাহলে তোমার সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।  কিন্তু তাও যদি  না হয় এবং তুমি যদি স্বস্তি বোধ না করো তাহলে সংঘ ত্যাগ করো। কিন্তু সংঘে যতদিন থাকবে কিংবা সংঘ ত্যাগের পর কোনো অবস্থায় সংঘের ক্ষতিকর কিছু করোনা কারণ চরম সত্য কি তা কেউঁ জানে না। তুমি অভ্রান্ত এমন দম্ভ না থাকা ভালো।