বিপন্নবন্ধুর গান

কথা — শ্রী সুশীলকুমার চক্রবর্ত্তী

সুর—শ্রীসোমনাথ মাইতি

৷৷ ১৷৷

দুঃখে বিপদে আছি আমরা

আছি সবার সাথে।

গ্রীষ্মে বর্ষায় প্লাবনে ঝঞ্ঝায়

গভীর দুর্যোগ রাতে।

ঘন তমিস্রা ঘচানো

সাধ্য ত নেই আছে জানা

তবু প্রদীপের মত জ্বলবো আমরা

নিভবোনা কোন মতে।

৷৷ ২৷৷

রৌদ্রের উত্তাপ বাড়ছে

বাড়ছে সূর্যের শৌর্য

ধৈর্য ত হারানো চলবে না

সামনে দীর্ঘ পথ।

প্রত্যাখ্যানে দুঃখ কি

রুক্ষ হৃদয় আর শুষ্ক মুখে

ফোটাতে হাসি

মোরা নিয়েছি শপথ।

সারি সারি গাছ রয়েছে নিথর

একটুও হাওয়া বইছে না

কত শত পাখি রয়েছে নীরব

একটিও কথা কইছে না!

জানি ওরা গান গাইবে

দামাল হাওয়া এসে গুমোট গরম

উড়িয়ে দেবে। দেবেই দেবে।

মাথা থেকে ঘাম ঝরুক নাকো

থামবো না মোরা, মোদের শপথ

সামনে দীর্ঘ পথ।

৷৷ ৷৷

রক্তে রক্তে রঙিন এদিন

শৌর্যে বীর্যে পুণ্য এদিন

অনেক জীবন দিয়ে হয়েছি স্বাধীন

স্বাধীনতা আমাদের পিতৃঋণ।

ভুলবো না মোরা ভুলবো না

স্বাধীনতা আমাদের পিতৃঋণ।

বিচ্ছেদ নয় বন্ধুতা

সার্থক হোক স্বাধীনতা

ভায়ের রক্তে হোলি খেলা

আর কোন দিন নয় আর কোন দিন।

৷৷ ৷৷

আমাদের যতটুকু অবসর

সেই অবসরে যদি পারি মোরা

বিষণ্ণ দুটি মুখে ফোটাতে হাসি

সেই আমাদের সাধনা।

আমাদের যতটুকু অপচয়

সেই অপচয় থেকে যদি পারি মোরা

বিপন্ন দুটি মুখে ফোটাতে হাসি

সেই আমাদের সাধনা।

ভাগ করে নিই যদি দুঃখের ভার

হই যদি কান্নার অংশীদার

দুটি মুখে নিশ্চয় ফুটবে হাসি

সেই আমাদের সাধনা।

পরাজয় আমাদের নেই কিছুতেই

কিছুতেই নেই পরাজয়

দুটি ভীরু বুকে এঁকে দিয়ে যাবো

জীবনের বরাভয়

সেই আমাদের সাধনা।

৷৷ ৫৷৷

চলেছি আমরা স্মরণ করে

তোমার চরণ চিহ্ন।

হে পথিকৃৎ, হে মনীষী

চাই না ত কিছু অন্য।

প্রত্যয়দৃঢ় মুখমণ্ডল

করুণায় আঁখি করে ছলছল

দুর্বল যত, অসহায় যত

তোমার শরণাপন্ন

আশ্রয় আর পাবে কে কোথায়

তোমার চরণ ভিন্ন।

বিদ্যাসাগর করুণা সিন্ধু

দয়ার সাগর বিপন্নবন্ধু

জয়তু বিদ্যাসাগর.....।

৷৷ ৬৷৷

পৃথিবীর যত কান্না, যত অশ্রুবিন্দু

আমরা মোছাবো, মোছাবো আমরা

আমরা বিপন্নবন্ধু।

সহানুভূতি আর সহযোগিতার হাত মেলে

বাধা-বিপত্তি দূরে ফেলে দিয়ে যাবো চলে

হোক ছোট তরী, ভয় পাবো নাকো

পার হবো মহা সিন্ধু।

সেবা আর শুশ্রূষা

মানুষে মানুষে প্রীতি আর ভালবাসা

এই আমাদের আশা।

সাহস সততা নিয়ে যাত্রা করেছি

নিরোগ পৃথিবীর স্বপ্ন আমরা দেখেছি

হয় কি না হয় জানি নিশ্চয়

দীন যে দীনের বন্ধু।

৷৷ ৭ ॥

ফেলে দে দে ফেলে দে, ভুল-ভ্রান্তি আবর্জনা

শুরু কর নতুন করে নতুন দিনের যাত্রা |

কোন পাগলই পেছন ফেরে, ফেলে আসা পথ দেখে রে

এগিয়ে যেতে হবে তোদের বাড়িয়ে গতির মাত্রা |

কাজ করে যে, ভুল করে সে

সংশোধন তারাই করে,

হারে যে হারের উপর,

জয়স্তম্ভ তারাই গড়ে ৷

একটা কিছু করতে হবে, নতুন কিছু মহৎ কিছু

জানিয়ে দে আজ উচ্চস্বরে তোদের নতুন বার্তা ॥