
If you calculate what you know, you will consider yourself a great scholar. And if you can do what you don't know, then you will be wise. Scholarship makes one arrogant and knowledge humble.
If you only do what you have, then you may feel proud. But if you can do what you don't have, you will have a sense of inferiority and you will naturally be humble. Fools are arrogant. It can be done very easily. Arrogance increases the enemy. Humble people are easily subdued.
.......................................................................................................................................................
বিনয়ী হও :
তুমি কি কি জান তার হিসেব যদি করো তাহলে তুমি নিজেকে মহা পন্ডিত ভাববে। আর তুমি যা যা জানোনা তার হিসেবে যদি করতে পারো তাহলেই তুমি হবে জ্ঞানী। পান্ডিত্য অহংকারী করে তোলে আর জ্ঞান বিনয়ী করে।
তোমার যা যা আছে কেবল যদি তার হিসেবে করো তাহলে তোমার মনে দম্ভ দেখা দিতে পারে। কিন্তু কি কি তোমার নেই তার হিসেবে যদি তুমি করতে পারো তাহলে তোমার একটা তুচ্ছতার উপলব্ধি হবে এবং স্বাভাবিক ভাবে তুমি বিনয়ী হবে। নির্বোধেরাই অহংকারী হয়, দুর্বিনীত হয়। বিনয়ে অতি সহজে কার্যোদ্ধার করা যায়। ঔদ্ধত্য শত্রু বৃদ্ধি করে। বিনয়ে মানুষ সহজে বশ হয়।
0 Comments