Morality & BIPANNA BANDHU:
Morality is a complex and controversial issue. So from what point of view has Bob adopted ethics, why he is a moral institution he needs some analysis. Justice is not devoid of any organization or even association for any special purpose. But if an institution is formed only for the purpose of practicing ethics, its exceptional character needs to be explained.
Natural law and Moral law:
The laws of nature are infallible and inviolable. Nature is bound in such a constant position where there is no deviation or deviation. Nature controls many human behaviors. He has no modesty in this control instruction. He does not finish his duty by merely indicating what he should and should not do. He rules with bloodshot eyes. Nature says the coating should be applied during the very winter. He orders --- put on a blanket. We sighed like an obedient boy and fell to the floor. In the same way nature forces us to obey all its instructions. In almost all cases of our behavior, we have to obey the news of nature.
The mood of nature is very much like that of the police. If anyone ignores him, he immediately punishes him in a couple of days. He does not forgive anyone. Nature's instruction --- Do not touch the fire. If anyone disobeys this instruction, he immediately burns his hands and suffers the consequences. Ignoring the cold, the cold suffers from the cough. If I watch a movie without sleeping at night, I get a headache the next day. In general, there is no way to get rid of the law of nature.
Moral rules and laws of nature are infallible and inviolable. But the moral rules are somewhat modest. Indicates what he should and shouldn't do. He does not easily understand the extent of his crime because he does not have to suffer any punishment immediately for violating the moral rules. But obedience to moral rules is in human nature. So there are no people who can surpass him.
.......................................................................................................................................................
বিপন্নবন্ধু ও নৈতিকতা :
নৈতিকতা টা একটি জটিল ও বিতর্কিত বিষয়। তাই কোন দৃষ্টিভঙ্গি থেকে বব নৈতিকতা গ্রহণ করেছে , কেন সে একটি নৈতিক প্রতিষ্ঠান তার কিছুটা বিশ্লেষণ প্রয়োজন। কোন প্রতিষ্ঠান বা এমনকি বিশেষ কোনো উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংঘ সমিতিও ন্যায়নীতি বর্জিত নয়। কিন্তু কেবল নৈতিকতা অনুশীলনের উদ্দেশ্যে যদি কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে তবে তার ব্যতিক্রমী চরিত্রটি ব্যাখ্যা করার প্রয়োজন দেখা যায়।
প্রাকৃতিক নিয়ম ও নৈতিক নিয়ম:
প্রকৃতির নিয়ম অমোঘ ও অলঙ্ঘ্য। প্রকৃতি এমনি এক ধ্রুব পদে বাঁধা যেখানে কোনো বেতিক্রম বা বিচ্যুতি নেই। প্রকৃতি মানুষের অনেক আচরণ নিয়ন্ত্রণ করে। তার এই নিয়ন্ত্রণের নির্দেশে বিনয় নেই। সে কোন কাজ করা উচিত , কোন কাজ করা উচিত নয় এটাই মাত্র নির্দেশ করে তার কর্তব্য শেষ করেনা সে রক্ত চোখখু দিয়েই শাসন করে। প্রকৃতি বলেনা খুব শীতের সময় লেপ গায়ে দেওয়া উচিত। সে হুকুম করে --- লেপ গায়ে দাও। আমরা ও বাধ্য ছেলের মতো হিহি করতে করতে লেপের তলায় ঢুকে পড়ি। অনুরূপ ভাবে প্রকৃতি তার সকল নির্দেশ আমাদের মানতে বাধ্য করে। আমাদের আচরণের প্রায় সকল ক্ষেত্রেই প্রকৃতির খবর দারি আমাদের মানতে হয়।
প্রকৃতির মেজাজটাও খুব পুলিশের মতো। যদি কেউ তাকে অগ্রাহ্য করে তবে সে সঙ্গে সঙ্গে নাহয় দুচারদিনের মধ্যে সে তার দণ্ডবিধান করে। কাউকে সে ক্ষমা করেনা। প্রকৃতির নির্দেশ--- আগুনে হাত দিওনা। কেউ যদি তার এই নির্দেশ অমান্য করে সঙ্গে সঙ্গে হাত পুড়িয়ে সে তার ফল ভোগ করে। ঠান্ডা কে অগ্রাহ্য করলে সর্দি কাশির দণ্ড ভোগ করে। রাত্রে না ঘুমিয়ে সিনেমা দেখলে পরের দিন মাথার যন্ত্রনায় কষ্ট পাই। মোট কথায় প্রকৃতির নিয়ম কে অমান্য করে রেহাই পাওয়ার কোনো উপায় নেই।
নৈতিক নিয়ম ও প্রকৃতির নিয়মের মতো অমোঘ ও অলঙ্ঘ। কিন্তু নৈতিক নিয়ম কিছুটা বিনয়ী। সে কি করা উচিত আর কি করা উচিত নয় --- নির্দেশ করে। নৈতিক নিয়ম অমান্যকারীকে ও সঙ্গে সঙ্গে কোনো দণ্ড ভোগ করতে হয়না বলে সে সহজে তার অপরাধের মাত্রা বুঝতে পারেনা। কিন্তু নৈতিক নিয়মের প্রতি বাধ্যতা রয়েছে মানুষের প্রকৃতিতে। তাই তাকে অতিক্রম করার সাধ্য মানুষের নেই।
0 Comments