প্রতিষ্ঠাতা সি.জি.  সুশীল কুমার চক্রবর্তী মহাশয়ের প্রয়াণ দিবস উদযাপন :


            ২৬  শে   অক্টোবর সি.জি. সুশীল কুমার চক্রবর্তী মহাশয়ের প্রয়াণ দিবস উদযাপিত হলো আমাদের প্রিয় সংস্থা বিপন্নবন্ধু তে।  উক্ত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সংস্থার সভাপতি তপন কুমার জানা , সহসভাপতি ভবেশ কুমার দে , সম্পাদক শুভেন্দু শেখর ঘটক , সেচ্ছাসেবক প্রধান রঘুনাথ আচার্য্য , কোষাধ্যক্ষ  শক্তিপদ মান্না, দ্বিজেন্দ্রনাথ রায়  সহ  দূর্গা প্রসাদ বেরা , উদয় ব্যানার্জী , যুক্তি প্রসাদ প্রামানিক , তপন ব্যানার্জী , ব্রজেন্দ্রনাথ বর্মন ,পার্থ মুখার্জী প্রমুখ।  এছাড়াও সেচ্ছাসেবক রা কুচকাওয়াজের মাধ্যমে দিনটি উদযাপন করলো।



      প্রত্যেকেই আবেগঘন ভাবে পুরোনো স্মৃতি চারণা  করতে করতে সুশীল বাবুর সাথে কাটানো মুহূর্ত গুলো তুলে ধরলেন উক্ত সভায়।  দিনটি মর্যাদার সাথে পালিত হলো।  অসংখ্য ধন্যবাদ সকল সদস্য , সেচ্ছাসেবক ও শুভাকাঙ্খীদের........